বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeজাতীয়বাসাইলে ফসল কাটা ও মাড়াই যন্ত্রের প্রদর্শনী

বাসাইলে ফসল কাটা ও মাড়াই যন্ত্রের প্রদর্শনী

এনায়েত করিম বিজয়, বাসাইল:
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ও দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বুরো ফসল কাটা ও মাড়াই প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বিয়ালা ও পিচুরি গ্রামে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষকদের বুরো ফসল কাটার পদ্ধতি প্রদর্শন করা হয়। পরে বিয়ালা গ্রামে এক উঠোন বৈঠকে কম্বাইন হারভেস্টার যন্ত্রের ব্যবহারের সুফল সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক, বাসাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, ইউনিয়ন উপ-সহকারি আব্দুস সাত্তার, মনিরুজ্জামান প্রমুখ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -