নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইলে বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ- সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।
শুক্রবার বাসাইল উপজেলার বন্যা কবলিত আইসড়া ইউনিয়নে ১৪৩ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি চিনি,১প্যাকেট সেমাই দেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন,“টাঙ্গাইলে সর্বত্র বন্যা পরিস্থিতির অাশানুরোপ কোন উন্নতি হয়নি। এমতাবস্থায় মানবতার আহ্বানে সাড়া দিয়ে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।”
এ সময় তার সাথে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মহলের সমাজ সচেতন লোকজন উপস্থিত ছিলেন।