রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

বাসাইলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

বাসাইলে মিতু আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও শামছুন নাহার স্বপ্না। মিতু উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী পশ্চিম পাড়ার জুলহাসের মেয়ে ও লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, শুক্রবার (১৩ অক্টোবর) মিতুকে পাশের এলাকা নথখোলা গ্রামের প্রবাসী আকবর আলীর সাথে বিয়ে দেয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করে তার পরিবার।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বিয়ে বাড়িতে হাজির হয়ে ছাত্রীটির বিয়ে বন্ধ করেন। পরে মেয়ের মা-বাবা তাকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দেন। এসময় নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, নারী উন্নয়ন ফোরামের সভাপতি রাশেদা সুলতানা রুবি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -