এনায়েত করিম বিজয় (বাসাইল):
টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রায় ১৬ হাজার সমবায়ি’র দীর্ঘদিনের স্বপ্ন উপজেলা বিআরডিবি’র পল্লী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার। বুধবার বিকেলে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সংযুক্ত হল আরেকটি উন্নয়ন প্রকল্প। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বিআরডিবি’র উপ-পরিচালক আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান নুরনবী আবু হায়াত খান নবু, উপজেলা বিআরডিবি’র কর্মকর্তা হাজেরা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা পরিষদ চত্ত্বরে এ ভবন নির্মাণের ফলে উপজেলার সকল সমবায়িদের ঠিকানা তৈরি হল। ভবনটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ লাখ টাকা।