বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনালীয়া গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে হযরত আলী (৬০) এবং একই গ্রামের মৃত আনছের আলীর ছেলে আলতু মিয়া (৫০)।
হাবলা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ জানান, উপজেলার সোনালিয়া ছয়শ গ্রামের ওপর দিয়ে পিডিবির অপরিকল্পিত বিদ্যুৎ লাইন আছে। বিদ্যুতের খাম্বা ব্যবহার করে স্যাটেলাইটের (ডিস) ক্যাবলও সংযোগ করা হয়েছে। শুক্রবার বিকেলে সোনালিয়া ছয়শ এলাকায় ক্ষেতে কাজ করছিলেন কৃষক হযরত আলী।
এক পর্যায়ে জমির ওপর পরে থাকা স্যাটেলাইট তারের সঙ্গে বিদ্যুৎ লাইনের সংযোগ থাকায় হযরত আলী বিদ্যুতে স্পৃষ্ট হয়।
তিনি আরও জানান, হযরত আলীকে বাঁচাতে গিয়ে আলতু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।