নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে বিলে মাছ ধরতে গিয়ে শের আলী (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামের আতরাইল বিলে এ ঘটনা ঘটে।
শের আলী উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ মধ্যপাড়া এলাকার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে।
ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, প্রতিদিনের মতো সকালে শেরআলী মাছ ধরার জাল নিয়ে আতরাইল বিলে যায়। পরে শেরআলী বাড়ি না ফেরায় তার ছোট ভাই তাকে বিলে খোঁজাখুঁজি করার একপর্যায়ে দেখতে পায় বিদ্যুতের তারে জড়িয়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে বাসাইল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ সরকার বলেন, বিষয়টি জেনেছি। এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।