মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা বিষয়ক...

বাসাইলে ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা বিষয়ক সভা

এনায়েত করিম বিজয় (বাসাইল) :
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বাসাইলে স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা প্রদান শীর্ষক বিষয় নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৭জুন) সকালে ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার।
স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার প্রাপ্তি ও আইনী সহায়তা প্রদান শীর্ষক বিষয় নির্ধারণী সভার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের এডভোকেসী এন্ড কমিউনিকেশন কনসালটেন্ট এডভোকেট তাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্রধান কার্যালয়ের এডভোকেসী অফিসার এডভোকেট রোহানী সিদ্দিকা, ইন্টার্ন আমেনা সিদ্দিকা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সহ-সভাপতি এডভোকেট এস.এম.ফাইজুর রহমান, সমন্বয়কারী এডভোকেট খন্দকার আমিনা রহমান, ডিপিও (আই.আর.এস.ওপি) এডভোকেট ফজলুর রহমান খান, স্টাফ ল’ইয়ার এডভোকেট খাদিজা আক্তার, ফিনান্স এন্ড এডমিন অফিসার সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম,
বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা শাখার সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে বাসাইলের বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ ও অন্যান্য সুধীজন অংশগ্রহন করেন। সেচ্ছাসেবী এই মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দরিদ্র ও অসহায় নারী পুরুষকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করে থাকে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -