শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

বাসাইলে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় পাঁচ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামসুন্নাহার স্বপ্না এ আদালত পরিচালনা করেন। এ সময় ওজনে কম দেওয়ার অপরাধে বাসাইল পৌরশহরের মামা ভাগ্নে মিষ্টান্ন ভান্ডারের মালিক ইন্তাজ আলীকে ১ হাজার টাকা, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের মালিক প্রদীপ কুমার সাহাকে ১ হাজার টাকা,ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক বিপ্লব মিয়াকে ১ হাজার টাকা, ময়না মিষ্টান্ন ভান্ডারের মালিক জাহিদ হাসানকে মঞ্জুকে ২ হাজার টাকা, পোড়াবাড়ির চমচম মিষ্টান্ন ভান্ডারের মালিক ইব্রাহিম মিয়াকে ১ হাজার টাকা এবং কাশিল বটতলা বাজারের কেকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামসুন্নাহার স্বপ্না বলেন, ওজনে কম দেওয়ার অপরাধে বাসাইল উপজেলার পাঁচ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -