সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে মাওলানা বেল্লাল হোসেন সিরাজী’র স্মরণে দোয়া মাহফিল

বাসাইলে মাওলানা বেল্লাল হোসেন সিরাজী’র স্মরণে দোয়া মাহফিল

এনায়েত করিম বিজয়, বাসাইল :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা বেল্লাল হোসেন সিরাজী’র স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মরহুমের কর্মজীবনের প্রতিষ্ঠান সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাজী এসএম শরিফুল ইসলাম শরীফ , ম্যানেজিং কমিটির সদস্য মোখলেছুর রহমান, বাসাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, প্রতিষ্ঠানের শিক্ষক লুৎফর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মীর আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, মাওলানা বেল্লাল হোসেন সিরাজী গত ২০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -