শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

বাসাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

বাসাইল প্রতিনিধি: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (০২ আগস্ট) দুপুরে ঘন্টাব্যাপী তারা বাসাইল বাসষ্ট্যান্ড চত্বরে সড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করে। এসময় শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’ ‘উই ওয়ান্ট জাষ্টিস’ বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানায়, আজ শুধু পৌর এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থীরা কর্মসূচীতে অংশ নিয়েছে। আগামীকাল পুরো উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজধানী ঢাকার সাথে প্রতিদিন কর্মসূচী পালন করবে ।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -