এনায়েত করিম বিজয় :
টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে আয়েশা আক্তার শিমু (২৭) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও একই এলাকার নুরু মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আয়েশা আক্তার বাড়িতে দাড়িয়ে ফোনে কথা বলছিলেন। এসময় তার আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে আয়েশা জানায় তাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সাপে কাটার ভ্যাকসিন না থাকায় রাত একটার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অকাল মৃত্যু মেনে নিতে পারছিলেন না তার পরিবার। এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আয়েশা আক্তার এবার বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয় ও এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।