এনায়েত করিম বিজয় (বাসাইল) :
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামার ফেজ, প্রজেক্ট এনএটিপি-২ এর আওতায় বাসাইলে সিআইজি কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত ১১ জুন উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আবু আদনান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি। উপজেলার বিভিন্ন এলাকার ৩০জন করে ১০টি ব্যাচে ৩শ জন কৃষক-কৃষাণীকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, পরিবেশ বান্ধব কৃষি ও ফসল উৎপাদন বৃদ্ধির প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।