বাসাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইলে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী দিপা বেগম খুন হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কাশিলের দেওলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফনি মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, পারিবারিক কোন্দলের জের ধরেই শুক্রবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী ফনি মিয়া ক্ষীপ্ত হয়ে স্ত্রী দিপা বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার রাতে দিপার মৃত্যু হয়।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম খান বলেন, এ ঘটনায় থানায় স্বামী ফনি মিয়াসহ তিনজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার দিনই ফনিকে গ্রেপ্তার করা হয়।