বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে হত-দরিদ্রদের মাঝে ‘ঠিকানা’র ছাগল বিতরণ

বাসাইলে হত-দরিদ্রদের মাঝে ‘ঠিকানা’র ছাগল বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার জন্য টাঙ্গাইলের বাসাইলে স্বেচ্ছাসেবক সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন হত-দরিদ্র মহিলাদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কলিয়া গ্রামে ‘ঠিকানার’ কার্যালয় থেকে এ ছাগলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, ড. জুলহাস আলী মিয়া, ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রুমেল প্রমুখ। সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন জানা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -