শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
Homeজাতীয়বাসাইলে ১৫ দিনব্যাপী মশক নিধন কর্মসূচি’র উদ্বোধন

বাসাইলে ১৫ দিনব্যাপী মশক নিধন কর্মসূচি’র উদ্বোধন

বাসাইল প্রতিনিধিঃ করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নির্মূলের জন্য ১৫দিন
ব্যাপি  মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২৯ জুলাই বৃহস্পতিবার  পৌরএলাকার বাসষ্ট্যান্ড চত্তরের বিভিন্ন নালা এবং মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গাগুলোতে ঔষধ ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।
এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মনজুর হোসেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পুরুষ এবং মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
 মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, করোনাকালীন এই সময়ে বাসাইল পৌরএলাকায় প্রতিটি ওয়ার্ডে এডিস মশা নির্মূলের জন্য আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। এডিস মশা নির্মূলের জন্য কোরিয়ান কোম্পানীর আমদানিকৃত ওষুধ  ২টি ফগার এবং ২টি স্প্রে মেশিনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৪টি পাড়া ও মহল্লায় টানা ১৫দিন এই কর্মসূচি চলমান থাকবে ।
উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মনজুর হোসেন পৌরবাসীকে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে অনুরোধ করে বলেন,করোনাকালীন এই সময়ে বর্ষার মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে পৌরবাসীকে নিরাপদ রাখতেই এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -