শনিবার, নভেম্বর ৩০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে ৪দিন ব্যাপী টিকা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

বাসাইলে ৪দিন ব্যাপী টিকা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ৪দিন ব্যাপী টিকা প্রদান প্রদানকারীদের ( ভ্যাকসিনেটর) দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যালনাল কো-অপারেটিব এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন নারী-পুরুষকে এ প্রশিক্ষণ দেয়া হয়।

বৃহস্পতিবার (১৯ জুলাই) উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -