সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইল আওয়ামী লীগের বর্ধিত সভা

বাসাইল আওয়ামী লীগের বর্ধিত সভা

 

এনায়েত করিম বিজয় :
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) উপজেলা মিলনায়তনে আায়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান আনসারী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ। বর্ধিত সভায় উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার তারিখ নির্ধারণ, সদস্য নবায়ণ, সাংগঠনিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -