এনায়েত করিম বিজয় (বাসাইল):
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি। অনুষ্ঠান উদ্বোধন করেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাজাহান আনছারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মণি, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, প্রকৌশলী আতাউল মাহমুদ, প্রকৌশলী আসাদুল হক তালুকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসসহ অন্যরা।