নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের বাসাইলে কর্মরত সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে বাসাইল থানা পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকরা। শুক্রবার রাতে তথ্য সংগ্রহের কাজে সাংবাদিকরা থানায় গেলে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম সাংবাদিকের মোবাইল জব্দ করে পরে ফেরত দেয় এবং কর্তব্যরত সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থানা থেকে বের করে দেয়। ওসির বিরুদ্ধে ইতিপূর্বেও এ ধরণের আচরণের অভিযোগ রয়েছে।
বাসাইল প্রেক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান জানান, তিনিসহ বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, সম্পাদক এমকে ভূইয়া সোহেল এবং বাসাইল সংবাদ এর সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয় একটি ধর্ষণ মামলার তথ্য সংগ্রহের জন্য থানায় যান। কর্তব্যরত সাংবাদিকরা এ সময় ধর্ষণে শিকার মেয়েটির সাথে কথা বলতে গেলে ওসি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি মাহমুদুল হাসানের মোবাইল সেটটি ছিনিয়ে নেন। প্রায় আধা ঘন্টা আটক রেখে পরে মোবাইল সেট ফেরত দেয়। এক পর্যায়ে ওসি নুরুল ইসলাম সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থানা থেকে বের করে দেয়।
এ ঘটনার প্রেক্ষিতে আজ শনিবার সকালে বাসাইল প্রেসক্লাব ভবনে জরুরী সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আশিকুর রহমান পলাশ, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সহ সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম তালহা, বাসাইল সংবাদ এর সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয়, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুবেল মিয়া, কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা, শাহনাজ খানমসহ অন্যরা।
বক্তারা ওসির এ ধরণে’র অসৌজন্যমূলক আচরণে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান। সভায় ওসি নুরুল ইসলাম বাসাইল থানায় কর্মরত থাকাকালীন পুলিশের সকল প্রকার ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়।