শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইল পৌরসভা একাদশ দলকে ২-০ গোলে হারালো কাঞ্চনপুর ইউপি একাদশ দল

বাসাইল পৌরসভা একাদশ দলকে ২-০ গোলে হারালো কাঞ্চনপুর ইউপি একাদশ দল

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বাসাইল পৌরসভা একাদশ দলকে ২-০ গোলে হারিয়েছে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ একাদশ দল। বৃহস্পতিবার ( ১৫ মার্চ) বিকেলে বাসাইল উপজেলা কেন্দ্রীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, আলাউদ্দিন টেক্সটাইল মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মো. আরিফুজ্জামান ফারুক, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ।
এর আগে উপজেলার মার্থা লিন্ডস্ট্রম নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও পরাজিত দলকে পুরস্কার তুলে দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -