বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeআন্তর্জাতিকবিএনপি এবং অঙ্গ সংগঠনের কেউ দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে ব্যবস্থা নেয়া হবে,,,...

বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেউ দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে ব্যবস্থা নেয়া হবে,,, আহমেদ আযম খান।

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইউএনও অফিসে বা থানায় তদবিরে যায় তাহলে আমাকে রিপোর্ট করুন।
তার বিরুদ্ধে আমি শুধু ব্যবস্থাই নেবো না, তাকে কেবল বহিষ্কারই করব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান।

রবিবার(৫ জানুয়ারি) সখীপুর ডাকবাংলো চত্বরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী দিনের রাজনীতি মেধার ভিত্তিতে রাজনীতি। সন্ত্রাসী রাজনীতি করে কোনো রাজনীতি আগামী দিনে চলবে না। কোন রকমের প্রতারণা, দখলবাজি টেন্ডারবাজি এগুলো করে আগামী দিনের রাজনীতি চলবে না। উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ মো: একাব্বর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর ছাত্রদলের আহবায়ক মোর্শেদুল ইসলাম অন্তর, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আহবায়ক তানজিম ইসলাম রাসেল প্রমুখ বক্তব্য দেন।

এর আগে সকালে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা র‍্যালি ও আনন্দ মিছিল করে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -