নিউজ টাঙ্গাইল ডেস্ক ঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণকারী দলগুলোর রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর। সে মোতাবেক চারজন প্লেয়ারের তালিকা জমা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
রংপুর ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজির ছয়টি নির্ধারিত সময়ের মধ্যেই চারজন করে খেলোয়াড়ের তালিকা দিয়ে দিয়েছে। তবে চিটাগং ভাইকিংস তাদের খেলোয়াড়দের তালিকায় দেয়নি। কারণ তারা এবারের আসরে অংশ নিচ্ছে না দলটি।
জানা গেছে এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স মাশরাফি বিন মুর্তজাসহ ধরে রেখেছে মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপুকে।
প্রসঙ্গত, ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।
গত ২৯ জুলাই সিদ্ধান্ত হয়, ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। ৩৫ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। একই সময়ে হবে বিগ ব্যাশের অষ্টম আসর। এ ছাড়া বছরের শুরুতেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি। বিপিএলে তাই মানসম্মত বিদেশি ক্রিকেটার না পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।