সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরবিশ্ব মা দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মা দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে রোববার দুপুরে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুমা খান, মানব উন্নয়ন সংস্থা স্মরনী’র নির্বাহী পরিচালক মঞ্জু রাণী প্রামানিক।

আলোচনায় বক্তারা মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহাকারি শিক্ষক মো. হারুন অর রশিদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -