নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-আরিচা মহাসড়ক নাগরপুর উপজেলার বারাপুষা বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে পড়েছে। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছে।
বুধবার ভোর রাতে বালুভর্তি ট্রাক পারাপারের সময় সেতু ভেঙ্গে নিচে পড়ে যায়।
ব্রিজটি ভেঙ্গে পড়ায় টাঙ্গাইল-আরিচা ও নাগরপুর সড়ককের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে দু’পাড়ের মানুষ দুর্ভোগে পড়েছেন।
এ প্রতিবেদন লেখার সময় আজ বুধবার দুপুর ১২টায় বেইলি ব্রিজটি সংস্কারের কাজ শুরু হয়নি।
দুর্ভোগে পড়া যাতায়াতকারীরা নৌকার মাধ্যমে পারাপার হচ্ছেন।
এলাকাবাসীর বেইলি ব্রিজটি দ্রুত সংস্কার করে যান চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন সকালে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন এবং ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।