রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলবেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে ঘাটাইলে শিক্ষকদের কর্মবিরতী

বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে ঘাটাইলে শিক্ষকদের কর্মবিরতী

 
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় জাতীয় শিক্ষক সমাবেশে ঘোষিত কর্মসুচী বাস্তবায়নের লক্ষে আজ ১১ই এপ্রিল (মঙ্গলবার)বেসরকারী শিক্ষক কর্মচারিদের ৫%বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা প্রাদান পূর্নাঙ্গ উৎসব ভাতা,সরকারি বেসরকারী বৈষম্য দূরীকরন সহ শিক্ষা জাতীয় করন দাবিতে কালো ব্যাচ ধারন করে কর্মবিরতী পালন করে সকল শিক্ষক-কর্মচারী গন ৷
ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতির শিক্ষা ও গবেষনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, সরকারি বেসরকারী শিক্ষক কর্মচারীদের বৈষম্য দুরীকরন সহ বার্ষিক ৫%বেতন বৃদ্ধি করে সকল শিক্ষক কর্মচারিদের দাবি মেনে নেয়া উচিত৷ কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবী শিক্ষাবান্ধব সরকারের মানা উচিত এবং শিক্ষা বিস্তার ও উন্নয়ের ধারা অব্যহত রাখা সহ ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা বেগবান করার লক্ষে শিক্ষকদের দাবি সরকারে মেনে নেয়া উচিত ৷ শিক্ষক-কর্মচারীদের দাবি সমুহের যৌক্তিকত তুলে ধরে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এই দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন ৷
ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলে কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত (ভিপি) শামীম হোসেন বলেন,শিক্ষকদের দাবি মেনে নেয়া সরকারের উচিত ৷ অনন্য শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের দাবি যৌক্তিক সেজন্য দাবিগুলো সরকারের মেনে নেয়া উচিত ৷ শিক্ষকরা দেশ ও জাতি গড়ার কারিগর তাই শিক্ষকদের ন্যয্য অধিকার প্রতিষ্ঠিত করতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে ৷

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -