বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeবিনোদনবেলাল খানের তৃতীয় একক

বেলাল খানের তৃতীয় একক

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
এই সময়ের আলোচিত এবং শ্রোতানন্দিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সঙ্গীতশিল্পী বেলাল খান অন্য শিল্পীর জন্য কিংবা অন্য কোনো শিল্পীর সঙ্গে গান করতে গিয়ে আর কখনো কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। ২০১৪ সালে মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এর পরপরই তিনি বলেছিলেন আগামী দিনগুলোতে খুব ভেবে চিন্তে গানের কাজ করবেন এবং কোন কম্প্রোমাইজ ছাড়াই কাজ করবেন। কিন্তু বিগত দিনগুলোতে তা পেরে উঠতে পারছিলেন না তিনি। সম্প্রতি কথা প্রসঙ্গে তিনি বলেন,‘ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর ভেবেছিলাম আরো বেছে বেছে মনের মতো কাজ করব। কিন্তু পেরেই উঠতে পারছিলাম না। কম্প্রোমাইজ করেই কাজ করতে হচ্ছিল। কিন্তু এবার আর নয়। কোনোভাবেই নিজের ভালোলাগা ছাড়া কম্প্রোমাইজ করে আর কাজ করব না। প্রয়োজেন কম কাজ করব, কিন্তু ভালো কাজ করব, ভালো গান শ্রোতাদের উপহার দেবো। ’ এবারের ঈদে একেবারেই নতুন একটি গান শ্রোতা দর্শককে উপহার দিয়েছেন। ‘যাবো বাড়ি’ শিরোনামের এই গানটি এরইমধ্যে ঈদের আগ থেকে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর সঙ্গীত করেছেন বেলাল খান নিজেই। এছাড়া বেলাল খানের দ্বিতীয় একক’র ‘একটা বিকেল’ গানটিরও মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন আব্দুল কাদের মোল্লা এবং যথারীতি সুর সঙ্গীত বেলালের। দুটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির ও চন্দন রায় চৌধুরী। টাঙ্গাইলের সখিপুরের নলুয়া গ্রামের লুৎফর রহমান খানের সন্তান বাবা মা’র সঙ্গেই গ্রামে ঈদ করে গত শুক্রবার রাতে রাজধানীতে ফিরেছেন। এদিকে আসছে কোরবানির ঈদে বেলাল খান তার তৃতীয় একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন। অ্যালবামে মোট গান থাকবে পাঁচটি। তার দুটি একক অ্যালবাম হচ্ছে ‘আলাপন’ ও ‘আর একটি বার’। সম্প্রতি বেলাল খান-সাবরিনের গাওয়া ‘পাতার বাঁশি’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটি লিখেছেন এ মিজান, সুর করেছেন বেলাল খান। বেলাল সর্বশেষ মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে নিজের সুর সঙ্গীতে ঐশীর সঙ্গে প্লে-ব্যাক করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -