সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeজাতীয়বৈশাখী ভাতা না পেলে মঙ্গল শোভাযাত্রায় থাকবেন না শিক্ষকরা

বৈশাখী ভাতা না পেলে মঙ্গল শোভাযাত্রায় থাকবেন না শিক্ষকরা

বৈশাখী ভাতা না দিলে মঙ্গল শোভাযাত্রায় অংশ না নেওয়ার চিন্তা করছে ঘোষণা দিয়েছে কোনো কোনো বেসরকারি শিক্ষক সংগঠন। বিশ্বঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় এ শোভাযাত্রাসহ বাংলা নববর্ষ পালন চলতি বছর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদী অপতৎপরতার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বাংলার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার যুক্তিও কাজ করেছে।

 

এদিকে, গত বছর পহেলা বৈশাখ থেকে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে। তবে সমমানের মূল বেতন স্কেলে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখনও তা পাননি। এ ভাতা না পেয়ে মর্মাহত তারা।

 

শিক্ষকদের এ সিদ্ধান্তে নাগরিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, শিক্ষকদের এ দাবি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে মঙ্গল শোভাযাত্রার মতো ঐতিহ্যিক আয়োজনের সঙ্গে অর্থনৈতিক দাবি-দাওয়া এক করে ফেলা ঠিক নয়।

 

গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

 

বেসরকারি শিক্ষকদের সংগঠনগুলোর কেউ কেউ নিচুস্বরে বলছেন তারা বৈশাখী ভাতা না পেলে মঙ্গল শোভা যাত্রায় অংশ নেবেন না।

 

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো: আজিজুল ইসলাম বলেছেন, বৈশাখী ভাতার দাবীতে তারা বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবেন।

 

এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম রনি জানান, ‘বেসরকারি শিক্ষকরা তা পাবেন না, এটা হতে পারে না।’

 

তিনি বলেন, ‘বৈশাখী ভাতা দেওয়া না হলে শিক্ষকরা কোনোভাবেই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন না। কারণ, তাদের মনে বৈশাখের কোনো আনন্দ থাকবে না।’

 

শিক্ষক নেতাদের এ অবস্থানের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘শিক্ষকদের এ ধরনের সিদ্ধান্ত সঠিক নয়। শিক্ষার্থীরা এই দিন বাঙালির হাজার বছরের সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ হবে। এমন একটি ঐতিহ্যিক আয়োজনের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি উদার হওয়া উচিত।’ তিনি বলেন, ‘বৈশাখী ভাতা সরকারি কর্মচারীসহ অল্প কিছু মানুষ পেয়ে থাকেন। অন্যরা নিজেদের খরচেই বৈশাখ উদযাপন করেন। তাই শিক্ষকদের এমন অবস্থানে আমরা মর্মাহত।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -