শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলানাগরপুরভাঙা ব্রিজ নিয়ে বিপাকে টাঙ্গাইলের নাগরপুরবাসী

ভাঙা ব্রিজ নিয়ে বিপাকে টাঙ্গাইলের নাগরপুরবাসী

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নোয়াই নদীর বেইলী ব্রিজ ভেঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারীরা। তবে খুব শিগগিরই ভেঙ্গে যাওয়া সেতুটি মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৬শে সেপ্টেম্বর ভোরে টাঙ্গাইলের নাগরপুর থেকে ভালকুটিগামী বালু ভর্তি একটি ট্রাক নোয়াই নদীর বেইলি ব্রিজের ওপর উঠলে তা ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে। এতে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন যায়।

সেতুটি ভেঙ্গে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন অনেকে। এছাড়া সড়কপথে নাগরপুর থেকে আরিচা যেতে টাঙ্গাইল সদর হয়ে অন্তত ৩০ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে তাদের।

তবে জনদুর্ভোগ কমাতে খুব শিগগিরিই সেতুটির মেরামত করা হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা । বেইলি সেতুটির ওপর দিয়ে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন প্রায় ২ হাজার যানবাহন চলাচল করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -