মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeজাতীয়ভালুকায় সন্ত্রাসীদের হামলায় প্রবাসীর বাড়িঘর ভাঙচুর

ভালুকায় সন্ত্রাসীদের হামলায় প্রবাসীর বাড়িঘর ভাঙচুর

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসীদের হামলায় মোর্শেদ খান নামের এক প্রবাসীর বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী জুই খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
জানা যায়,ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের প্রবাসী মোর্শেদ খানের সঙ্গে প্রতিবেশী হাতেম আলী খানের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে হাতেম খানের ছেলে হৃদয় খান (২২) এর নেতৃত্বে ৮-১০ জনের এক সন্ত্রাসী দা,রামদা, কুড়াল ও লাঠিসোঠা নিয়ে অতর্কিত মোর্শেদ আলী খানের বাড়িঘরে হামলা চালায়। ভয়ে মোর্শেদ খানের পরিবারের লোকজন বেড়ে ছেড়ে অন্যত্র অবস্থান করলে সন্ত্রাসীরা ঘরের দরজা,জানালা ও টিনের বেড়া ভাঙচুর করে চলে যায়।
মামলার বাদী জুই খাতুন বলেন, সন্ত্রাসীদের হামলায় সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেই। বাড়িতে লোকজন না পেয়ে তারা বাড়িঘর ভাঙচুর করে । মামলা তুলে নিতে হৃদয় খান ও তার পরিবার বার বার মোবাইল ফোনে কুরুচিপূর্ন মন্তব্য ও হুমকি দামকি দিচ্ছেন ।
প্রবাসী মোর্শেদ খান মুঠোফোনে জানান, সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। মামলা তুলে নিতে আমার স্ত্রীসহ পরিবারের ওপর হুমকি দিচ্ছে। আমার স্ত্রী-সন্তান নিয়ে এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ জামালী বলেন, বাড়িতে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -