শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাবাসাইল‘ভাসকুলার ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত তমা এসএসসিতে জিপিএ-৩.৪৫ পেয়েছে

‘ভাসকুলার ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত তমা এসএসসিতে জিপিএ-৩.৪৫ পেয়েছে

বাসাইল প্রতিনিধিঃ ‘ভাসকুলার ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত তমা আক্তার এবার এসএসসি সমমান (দাখিল) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৪৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তমা আক্তার স্থানীয় একটি মাদরাসা থেকে ২০১৮ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৪৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাছান নিশ্চিত করেছেন। তমা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নিরীহ পরিবারটি আনন্দ প্রকাশ করেছেন। তমা টাঙ্গাইলের বাসাইল উপজেলার জশীহাটি গ্রামের হত-দরিদ্র কৃষক আতাহার আলী ও শারমিন বেগম দম্পতির মেয়ে।
তমার ইচ্ছা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকুরী করে নিরীহ পরিবারের হাল ধরবে। এমন স্বপ্ন নিয়েই
তমার মা শারমিন বেগম বলেন, অনেকের আর্থিক সহযোগিতায় তমাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন টিউমার অনেকটাই কমে গেছে। তিনি তমার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

জানা যায়, মুখের বাম পাশে টিউমার আকৃতির মাংসপি- নিয়ে ১৯৯৭ সালে জন্ম নেয় তমা আক্তার। জন্মের পর স্বাভাবিক গতিতেই বেড়ে উঠে তমা, সাথে সাথে টিউমার আকৃতির মাংসপি-টিও বড় হতে থাকে। ফলে স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়ে ফেলে তমা। পরে অনেকের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তমা আক্তার মুখের বাম পাশে বিশাল আকৃতির মাংসপি- নিয়ে ২০১৭ সালের ২৪ এপ্রিল বিএসএমএমইউর প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ড. ইকবাল মাহমুদ চৌধুরীর অধীনে ভর্তি হন। সেখানে চতুর্থ দফায় অস্ত্রোপচার করা হয়েছে। এখনো চিকিৎসা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -