সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ আগামী ২৭ মে রোজ শনিবার থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে । এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। পাঁচদিন ব্যাপী এ ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক জানায়, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২৭ মে, শনিবার থেকে ৩১ মে, বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং অফিসসমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, ১ ও ২ তারিখ রোজ বৃহস্পতি ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন। আগামী ৩ জুন রোজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চালু হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।