বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে শুক্রবার (২৫ আগষ্ট) দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের ব্যাক্তিগত তহবিলের থেকে উপজেলার ফুলকি ইউনিয়নের ফুলকী উত্তরপাড়া ,মধ্যপাড়া, দক্ষিণপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়। ফুলকী মধ্যপাড়া সোনারবাংলা বাজারে বন্যার্তদের খোঁজখবর নেন ভিপি জোহার। এ সময় ফুলকী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করিম তালুকদারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যার্তদের খবর নেয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। নেত্রীর নির্দেশে আমার ব্যাক্তিগত তহবিল থেকে সামান্য ত্রাণ নিয়ে এসেছি এবং বন্যা কবলিত ৪টি ইউনিয়নের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে ১০ টন চাউল এবং ২ লক্ষাধিক টাকার ব্যবস্থা করেছি যা বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাড়াতাড়ি আপনাদের হাতে পৌছে দেয়া হবে। এমময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাসাইল উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সাধারন সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাষ্টার, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক, বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেল, আইন বিষয়ক সম্পাদক যুবরাজ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।