নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে মাদরাসা শিক্ষক আব্দুল হক মাস্টারকে (৫৬) পরিকল্পিভাবে হত্যার ঘটনায় অন্যতম আসামি ছবুরকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি ছবুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। তিনি এই হত্যা মামলার ৩ নং এজাহারভুক্ত আসামি এবং গ্রেফতার এড়াতে সে হত্যার ঘটনার দিন থেকে থেকে পলাতক ছিলেন।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে র্যাব-১৪, সিপিসি ৩ এর টাঙ্গাইলের কোম্পানি কোমান্ডার উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার ১ এপ্রিল রাতে জেলার সখিপুর উপজেলার সখিপুর থানা এলাকা থেকে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে টাঙ্গাইলের কোম্পানি কোমান্ডার উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ভূঞাপুরের আলোচিত শিক্ষক আব্দুল হক মাস্টার হত্যা মামলার অন্যতম ৩ নং আসামি ছবুরকে সখিপুর থেকে গ্রেফতার করে ভূঞাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ছবুর হত্যার ঘটনার পর থেকে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এছাড়া এই হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য র্যাবের বিশেষ অভিযান অব্যাহত আছে। আশা করছি, জড়িত অন্যদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, গত সোমবার রাতে র্যাব-১৪ এর সদস্যরা মাদরাসা শিক্ষক আব্দুল হক মাস্টার হত্যা মামলার আসামি ছবুরকে গ্রেফতার করে ভূঞাপুর থানায় সোপর্দ করে। পরে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামে শিক্ষক আব্দুল হক মাস্টার নিখোঁজ হন। মূলত, ওই সময় আসামি জাহানারা ওরফে জয়নব বেগম ও তার স্বামীসহ কয়েকজন মিলে আব্দুল হককে হত্যা করে ঘরের সামনে বালুচাপা দিয়ে রাখে।
এরপর ১৬ ফেব্রুয়ারি বিকালে জাহানারার বাড়ি থেকে আব্দুল হক মাস্টারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই রাতে শিক্ষককের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের আসামিরা হলেন – জাহানারা ওরফে জয়নব বেগম, তার স্বামী আব্দুল বারেক, প্রতিবেশী ছবুর ও জাকির।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।