বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুরে ওয়ালটনকর্মীর করোনার উপসর্গে মৃত্যু, নতুন আক্রান্ত ৪

ভূঞাপুরে ওয়ালটনকর্মীর করোনার উপসর্গে মৃত্যু, নতুন আক্রান্ত ৪

নিজস্ব প্রতিনিধি, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ভূঞাপুর পৌর এলাকার ঘাটান্দি গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর চন্দ্রায় ওয়ালটন কোম্পানীতে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তার নিজ বাড়িতে তিনি মারা যান। জানা গেছে, সম্প্রতি দেড় সপ্তাহ আগে তিনি সর্দি-জ্বর ও কাশি নিয়ে বাড়িতে আসেন। এছাড়াও কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন।

উপজেলা শাখা ইসলামী ফাউন্ডেশন জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশন ও ইমাম-মোয়াজ্জিন কল্যাণ পরিষদের লোকজনের সহায়তায় যোহর নামাজের শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি চালকসহ উপজেলায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত নিয়ে এ উপজেলা আক্রান্তের সংখ্যা ২৬ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহম্মেদ জানান, ওই ওয়ালটনকর্মী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আর নতুন আক্রান্ত ৪ জনের নমুনা গত ১৬ জুন সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার তাদের ফলাফল পজেটিভ জানানো হয়।

অপরদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন জানান, ভূমি অফিসের গাড়ি চালকের করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। নমুনা দেয়ার দিন থেকেই তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার মধ্যে করোনার কোন উপসর্গ ছিল না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -