টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির সুমা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী ঘরের ধন্ণ্যার সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের মো. সুরমান আলীর মেয়ে। সুমার পরিবার সুত্রে জানা যায়, গত (৮ এপ্রিল) শনিবার দিবা গতরাত সাড়ে ১০ টায় ঝড়ের সময় সুমা তার মায়ের সাথে পড়ে বাড়ির পেছনে থাকা গাছের পাতা ঝড়ো করতে দেখা যায়। পরে বাড়ির ভিতরে চলে যায়। সুমার বাবা সুরমান আলী জানান, ঝড়ের মাঝামাঝি সুমা বাহির থেকে এসে ওর রুমে ঘুমাতে যায়। তার কিছুখন পরে প্রচন্ড বাতাসের সময় রুম থেকে হালকা কোন কিছুর আওয়াজ ও শব্দ শুনা যাচ্ছিল। ভাবছি বাতাসে গাছের ডাল টিনের উপড়ে পড়ে শব্দ হচ্ছে। হয় ত ঐ কোন এক সময়ে রাতে সুমা আত্মহত্যা করে। যা বুঝতে পারিনি। পরের দিন (৯এপ্রিল) রবিবার সকালে প্রতিদিনের মত সুমাকে সুমা সুমা বলে ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে রুমের দরজা ভাঙ্গলেই ঘরের ধন্ণ্যার সাথে সুমা ঝুলে থাকা অবস্থায় চিৎকার করলে আশা পাশের পরিজনরা এগিয়ে আসলে লাশটি নামিয়ে এনে বারান্দায় রাখি।
এ ব্যাপারে ভূঞাপুর থানা ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম কাউসার চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সুমার আত্মহত্যার খবর স্থানীয়দের কাছে জানলে চার সদস্যের একটি পুলিশ টিম ঘটনাস্থানে পাঠানো হয়। পরে এই আই হারুন প্রাথমিক তদন্ত করে লাশটি উদ্ধার করলে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সরকারি মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। কিন্তু কি কারণে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।