বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে মিলাদ মাহফিল

ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মকবুল হোসেন, বিদ্যালয়ের অন্তবর্তীকালীল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. আবুল কালাম, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হোসাইন মাহমুদ হিমেল, সাধারণ সম্পাদক আলিম মৃধাসহ অন্যান্যরা।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন- বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ মাওলানা শহীদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- শিক্ষক আব্দুল লতিফ তালুকদার। এর আগে সকালে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কোরআন খতম ও দোয়া করা হয়।

উল্লেখ্য, এবার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ শাখায় ১৭৬ জন ও কারিগরি থেকে ১৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -