মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে চেয়ারম্যান প্রার্থী নার্গিসের পক্ষে দোয়াত কলম প্রতীকের কর্মীসভা

ভূঞাপুরে চেয়ারম্যান প্রার্থী নার্গিসের পক্ষে দোয়াত কলম প্রতীকের কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোছা: নার্গিস বেগমের পক্ষে দোয়াত কলম প্রতীকের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুলাল হোসেন চকদারের গরুর ফার্ম সংলগ্ন মাঠে আয়োজিত ও ভূঞাপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মী সভার আয়োজন করা হয়।

গোবিন্দাসীতে কর্মীসভা→
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোছা: নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম বাবু।

কর্মীসভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ মাসুদুল হক টুকু, আনোয়ার হোসেন তুলা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভূঞাপুরে পৌরসভায় কর্মী সমাবেশ→
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোছা: নার্গিস বেগমের পক্ষে মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ মাসুদুল হক টুকু, দপ্তর সম্পাদক লোটন, কাউন্সিলর মোক্তার হোসেন, আল আমিন, রঞ্জু শেখ, আনোয়ার হোসেন, আবদুল জলিল, যুবলীগ নেতা মো. পাকির আলী, প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -