ফরমান শেখ এলিন, ভূঞাপুর প্রতিনিধি: “নারী-পুরুষ নির্বিশেষে সমাজ সেবায় গড়বো দেড়” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দিবসের কর্মসূচীর আয়োজন করে। দিবসটি উপলক্ষে পৌর শহরের র্রালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা শাহীনুল ইসলাম, সমাবসেবা অফিসার শহিদুজ্জামান, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা,
সাংবাদিক শাহ আলম প্রামানিক প্রমুখ।