ভূঞাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা মধ্যচরাঞ্চলের বনাদুর্গত এলাকায় দুই’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (৩০ আগস্ট) উপজেলার গোবিন্দাসী, গাবসারা, অর্জুনা, নিকরাইল ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামে ত্রাণ বিতরণ ও সহয়তা প্রদান কার্যক্রম চালায় ঢাবি শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারম্যান ডা. আব্দুস সবুর খান ও ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান নেতৃত্বে ত্রাণ বিতরণ সময় তাদের কার্যক্রমে সহযোগিতা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক বিপ্লব ফারুক, শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষক আলী রেজা, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি সাজেরুল ইসলাম সনেট, উপজেলা মহিলালীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেদা বেগম, দৈনিক প্রথম ভোর ও বিডি২৪লাইভ ডটকম এর ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি শেখ ফরমান, গাবসারা ইউনিয়নের সাবেক সভাপতি মুক্তার হোসেন, অর্জুনা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল্লাহ শরীফ, অর্জুনা ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমৃদুল হাসান।
উল্লেখ্য, সারা দেশে বন্যা দুর্গত এলাকায় বন্যার্তের জন্য ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা তাদের এক দিনের বেতন দান করে ঢাবি’র শিক্ষক সমিতির উদ্যোগে দেশের নয়টি জেলায় বন্যার্তের সহায়তা প্রদানের জন্য নয়টি দলে বিভিক্ত হয়ে ত্রাণ বিতরণ ও সহায়তা প্রদান কার্যক্রম চালায় ঢাবি শিক্ষক সমিতি।