নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে তিন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- উপজেলার ২নং গাবসারা ইউনিয়ন পরিষদের ৪ বারের ইউপি সদস্য খন্দকার নুরুল ইসলাম, আব্দুল কাদের ও মহিলা সংরক্ষিত সদস্য তাহমিনা। এই খুশিতে এলাকায় মিষ্টি বিতরণ করেছে তারা।
সোমবার (১১ মার্চ) দুপুরে গাবসারা ইউনিয়ন পরিষদের সচিব মো. মাশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রবিবার (১০ মার্চ) বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভায় সকল ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই তিন ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান হন।
গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা আকন্দের সভাপতিত্বে ও সচিব মশিউর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য বাদশা মন্ডল, আলম শেখ, জুলহাস আলী, খোরশেদ আলম, আব্দুল আলীম, আবু তালেব, ফজলুল হক, সংরক্ষিত নারী ইউপি সদস্য মালেকা ও তারা বানু প্রমুখ।
গাবসারা ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার নুরুল ইসলাম বলেন- ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে আমাদের তিন ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচন করায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, পরিষদের চেয়ারম্যান ও সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।