শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুরে নদী ভাঙ্গন ও দুঃস্থদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ

ভূঞাপুরে নদী ভাঙ্গন ও দুঃস্থদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ভূঞাপুরে নদী ভাঙ্গন ও হতদরিদ্র পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার অর্জুনা ও গাবসারা ইউনিয়নে তিনশ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, নদী ভাঙন ও দুঃস্থদের মাঝে ২০ কেজি হিসেবে উপজেলায় ৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। চালের সাথে শুকনো খাবার হিসেবে চিড়া, চিনি, বিস্কুট, মোমবাতি ও দিয়াশলাই মিলিয়ে ২শত প্যাকেট তৈরি করে বিতরণ করা হয়েছে।

অলোয়া ইউনিয়নের তারাই গ্রামে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -