নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও একজন বিএনপি সমর্থিতসহ মোট ৬ জন প্রার্থী মনোয়ন দাখিল করেন এবং যাচাই-বাচাই শেষে সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, টাঙ্গাইল জেলা শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ, ঠিকাদার ফিরোজ চৌধুরী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দাসী ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকালে এদের মধ্যে থেকে একজন প্রার্থী তার মনোনয়নন প্রত্যাহার করেছেন। তিনি হলেন- টাঙ্গাইল জেলা শ্রমিকলীগ নেতা মো. আব্দুল লতিফ। বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নির্দেশনায় উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে যান বলে জানান।
এদিকে, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়য়ারম্যান আলিফনুর মিনি, সাবেক ভাইস চেয়ারম্যান মোছা: হোসনে আরা বেবী, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খানম ও আওয়ামী লীগ সমর্থিত মঞ্জুয়ারা বেগম।
১৯৭৪ সালের ৭ আগস্ট গোপালপুর থেকে বিচ্ছিন্ন হয়ে ভূঞাপুর স্বতন্ত্র থানার মর্যাদা লাভ করে। পরে ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ১৯৮৩ সালের ২৪ মার্চ ভূঞাপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। সর্বশেষ তথ্যমতে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৫১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩২৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ১৮৫ জন।