মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে পিঠা খেতে গিয়ে আহত তিন বন্ধু!

ভূঞাপুরে পিঠা খেতে গিয়ে আহত তিন বন্ধু!

মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে চিতোই পিঠা খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী সড়ক দূর্ঘনায় তিন বন্ধু আহত হয়েছে। তারা হলেন- ঘাটালের যোগিহাটি গ্রামের বাবু, আজিজসহ অপর আরেক বন্ধু। গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধায় উপজেলার বাগবাড়ি এলাকায় এ দূর্ঘনা ঘটে।

জানা গেছে- যোগিহাটি থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুর গোবিন্দাসীর টি-মোরে চিতোই পিঠা খেতে যান। পরে বাড়ী ফেরার পথে বাগবাড়ি এলাকায় তারা দূর্ঘটনার কবলে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়টি ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক কাজল নিশ্চিত করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -