শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
Homeখেলাধুলাভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর সভা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গবমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মে) ভূঞাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। এ সময় খেলাটি উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। এতে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, ভূঞাপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান মিঞা, পৌর আওয়ামীলীগের আহবায়ক ছাত্তার খান, মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক শফিউদ্দিন শফি তালুকদার, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মমতাজ বেগম, সংবাদকর্মী মো. ফরমান শেখসহ প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সকল অভিভাবক বৃন্দ। এ খেলায় পৌরসভা পর্যায়ে নির্বাচিত দুটি দল অংশগ্রহন করে। এতে টেপিবাড়ি প্রাথমিক সরকারি বিদ্যালয়কে পরাজিত করে ভূঞাপুর মডেল প্রাথিক বিদ্যালয় জয় লাভ করে। পরে খেলা শেষ বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -