মো. ফরমান শেখ, (ভূঞাপুর)
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয় বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গবমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) ভূঞাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। এ সময় খেলাটি ভূঞাপুর উপজেলা নিবার্হী অফিসার মো. আশরাফ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আব্দুল হালিম। এতে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাওনেয়াজ পারভিন, ভূঞাপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান মিঞা, পৌর আওয়ামীলীগের আহবায়ক ছাত্তার খান, মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক শফিউদ্দিন শফি তালুকদার, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মমতাজ বেগম প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকা