নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বস্তা থেকে পাওয়া এক শিশুর মাথার খুলি ও মরদেহের পচে যাওয়া কিছু মাংসের টুকরো এবং খন্ড খন্ড হাড়গোড় উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৪ জুন) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বিষয়টি জানিয়েছেন।
গত সোমবার ৩ জুন ঘটনার দিন রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভূঞাপুর থানায় একটব মামলা দায়ের করেন নিখোঁজ শিশু নওশীন ইসলাম শর্মিলার বাবা সুমন মিয়া।
শিশুর ফুপা নাসির উদ্দিন বলেন, বস্তা থেকে উদ্ধার শিশুর দেহের পচে যাওয়া কিছু মাংসের অংশসহ খন্ড খন্ড হাড় উদ্ধার হয়। এতে বস্তায় শর্মিলার পড়নে কাপড়ও দেখা যায়। আমরা ধারণা করছি যে, এটিই শর্মিলার মরদেহ। তাই তার বাবা সুমন উদ্ধারের দিন রাতেই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, ফরেনসিক রিপোর্ট এখনো হাতে পাইনি। এটি পেলে শনাক্ত করা যাবে শর্মিলার মরদেহ কি না। তবে, এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, নিখোঁজ শিশুটির পড়নে কাপড় দেখে পরিবার ধারণা করছে এটিই হয়তো তাদের শর্মিলা। উদ্ধারের দিনরাতে শিশু শর্মিলার বাবা সুমন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
গত সোমবার ৩ জুন উপজেলা গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকা থেকে ধান ক্ষেতে বস্তাবন্দি মরদেহের মাথার খুলিসহ খন্ড খন্ড কিছু অংশ টানাটানি করছিল কুকুরের দল। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলের পুরো অংশ কর্টন করে রেখে বিভিন্ন জায়গায় পড়ে থাকা হাড় ও দেহের অন্যান্য অংশ সংগ্রহ করা হয়। এতে বস্তায় নিখোঁজ শর্মিলার পড়নে কাপড়ও দেখতে পায় পরিবারের লোকজন।
এরআগে গত ২৬ মে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় নওশীন ইসলাম শর্মিলা। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই সুমন মিয়ার মেয়ে তার বাড়ির সামনে থেকে ৯ দিন আগে নিখোঁজ হওয়া ১০ বছরের ফুটফুটে শিশু নওশীন ইসলাম শর্মিলার বাড়ি। সে গোবিন্দাসী তানিয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।