ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে
মাদক ব্যবসার মাসিক চাঁদা আনতে গিয়ে দুই পুলিশ গোবিন্দাসী নোঁ-পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলের পিটুনি খাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মনির পজেলার রাউৎবাড়ী গ্রামের ছুরমান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৯ মে) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী নৌ-ফাঁড়ির পুলিশের সহযোগিতায় গোবিন্দাসী টি-মোড় সহ আশপাশের এলাকার বেশ কয়েকটি স্পটে নিয়মিত মাদক বিক্রি করে। স্থানীয় মাদক ব্যবসায়ীরা নৌ-ফাঁড়ির পুলিশকে নিয়মিত মাসিক চাঁদা দিয়েই ওই ব্যবসা
চালাচ্ছিল। সোমবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল শহিদুল ও জহিরুল গোবিন্দাসী টি-মোড়ে মাদক ব্যবসার মাসিক ‘চাঁদা’ আনতে যান। ব্যবসা মন্দা থাকায় মাদক ব্যবসায়ী মনির মাসিক চাঁদার পরিমাণ কিছু কম দিতে চাইলে তর্ক-বিতর্ক করলে এক
পর্যায়ে মনির ও তার ৪-৫ সহযোগী কনস্টেবল শহিদুল ও জহিরুলকে মারপিট শুরু করে। পরে তারা ফাঁড়ির দিকে দৌঁড়ালে মাদক ব্যবসায়ীরা পিছু নেয়। এ সময় নৌ-ফাঁড়ির অন্য পুলিশরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার ও মনিরকে আটক করে। এ ব্যাপারে
গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামানের মোবাইল ফোনে
যোগাযোগ করা হলে, এ সংযোগ বিচ্ছিন্ন দেখায়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাওছার চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় মামলা দায়ের এবং মনির নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।