রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeজাতীয়ভূঞাপুরে মাদক ব্যবসার চাঁদা আনতে গিয়ে পিটুনি খেল দুই পুলিশ কর্মকর্তা

ভূঞাপুরে মাদক ব্যবসার চাঁদা আনতে গিয়ে পিটুনি খেল দুই পুলিশ কর্মকর্তা

 

ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে
মাদক ব্যবসার মাসিক চাঁদা আনতে গিয়ে দুই পুলিশ গোবিন্দাসী নোঁ-পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলের পিটুনি খাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মনির পজেলার রাউৎবাড়ী গ্রামের ছুরমান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৯ মে) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী নৌ-ফাঁড়ির পুলিশের সহযোগিতায় গোবিন্দাসী টি-মোড় সহ আশপাশের এলাকার বেশ কয়েকটি স্পটে নিয়মিত মাদক বিক্রি করে। স্থানীয় মাদক ব্যবসায়ীরা নৌ-ফাঁড়ির পুলিশকে নিয়মিত মাসিক চাঁদা দিয়েই ওই ব্যবসা
চালাচ্ছিল। সোমবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল শহিদুল ও জহিরুল গোবিন্দাসী টি-মোড়ে মাদক ব্যবসার মাসিক ‘চাঁদা’ আনতে যান। ব্যবসা মন্দা থাকায় মাদক ব্যবসায়ী মনির মাসিক চাঁদার পরিমাণ কিছু কম দিতে চাইলে তর্ক-বিতর্ক করলে এক
পর্যায়ে মনির ও তার ৪-৫ সহযোগী কনস্টেবল শহিদুল ও জহিরুলকে মারপিট শুরু করে। পরে তারা ফাঁড়ির দিকে দৌঁড়ালে মাদক ব্যবসায়ীরা পিছু নেয়। এ সময় নৌ-ফাঁড়ির অন্য পুলিশরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার ও মনিরকে আটক করে। এ ব্যাপারে
গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামানের মোবাইল ফোনে
যোগাযোগ করা হলে, এ সংযোগ বিচ্ছিন্ন দেখায়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাওছার চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় মামলা দায়ের এবং মনির নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -