ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কারের আয়োজন করা হয়। এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মহীউদ্দিন, উপজেলা একাডেমীর সুপারভাইজার আমিনা খাতুন প্রমুখ। পরে আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা ক্যাটাগরিতে নির্বাচিত সেরা শিক্ষকদের মাঝে ক্রেট বিতরণ করা হয়।