- নিজন্ব প্রতিবেদক: দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা ব্যয়ে ১ কিলোমিটার ইটের রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় মীম মোটর্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
নিম্নমানের কাজের ফলে রাস্তার নির্মাণ কাজ শেষ হতে না হতেই কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে, দায়সারাভাবে ভাঙনকৃত স্থানগুলো মাটিবালু দিয়ে মেরামত করছে।
এলাকাবাসীরা অভিযোগ করে জানান,
নিম্ন মানের ইট ব্যবহার করে রাস্তাটি নির্মাণ করায় যেকোন সময় ভেঙে যেতে পারে। ইতিমধ্যে অনেক স্থানে ভেঙেছে। নির্মাণের সময় বার বার প্রতিবাদ করলেও ঠিকাদার কথাই শুনেননি।ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন উপজেলার অর্জুনা ও অলোয়া ইউনিয়নে ২টি প্রকল্পের মাধ্যমে মোট ১ কিলোমিটার রাস্তার হেরিং বোন বন্ড (এইচ.বি.বি) কাজ পায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। সে কাজে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা। সম্প্রতি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার নির্মাণ কাজ শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, রাস্তার দুই পাশে পুকুর বা খালে নিয়মানুযায়ী প্যালাসাইটিং করার কথা থাকলেও সামান্য টিন দিয়ে দায়সারা কাজ প্যালাসাইটিং দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। বালুর স্থলে মাটি ব্যবহার করে পলিথিন কাগজের উপরেই নিম্ন ইটগুলো বসানো হয়েছে। এতে করে সামান্য বৃষ্টিতেই রাস্তা থেকে ইট সরে যাচ্ছে।
এ ব্যাপারে মীম মোটর্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল বারি মিঞা বলেন, আমাদের নিজস্ব ইটের ভাটা থেকে প্রথম শ্রেণি ইট দিয়ে রাস্তা তৈরি করছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, এ ধরণের কোন অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, বিষয়টি আমি আগেও শুনেছি। ইতমধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।