নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ্জে যাওয়ার আগের দিন রাতে স্বামীর মৃত্যু হয়েছে। তার নাম আতাউর রহমান। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের রায়ের বাসালিয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দী গ্রামে বসবাস করে আসছিল। সে অবসরপ্রাপ্ত পুলিশের সার্জেন্ট।
রবিবার (১১ জুন) রাত দেড়টায় তিনি ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি এলাকায় নিজ বাসায় স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। সোমবার (১২ জুন) সকালে প্রতিবেশী অধ্যাপক আখতার হোসেন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আখতার হোসেন খান জানান, গত রাত দেড়টার দিকে হজযাত্রী আতাউর রহমান মৃত্যুবরণ করে। সোমবার তিনি তার স্ত্রীকে নিয়ে হজ্জ পালনে সৌদির মক্কায় যাওয়ার কথা ছিল এবং সকল প্রস্তুতি নেন। সকাল ১১ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তার প্রথম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।